আপনার ত্বক শুষ্ক, সেন্সেটিভ বা তৈলাক্ত যে রকমই হোক না কেন ভাল ফেস ক্রিম এবং ময়েসচারাইজার ব্যবহার করা গুরুত্বপূর্ণ, বিশেষকরে এই শীতের সময়। শীতের শুকনো বাতাস ও ঠাণ্ডা আবহাওয়া সহজেই আপনার ত্বকে বিরূপ প্রভাব ফেলে আর একে আরও শুষ্ক করে তোলে, অনেকক্ষেত্রে ত্বকের উজ্জলতা কমিয়ে দেয়। তাই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আপনার ত্বক পরিচর্যার প্রশাধনেও পরিবর্তন আনুন। আর এ জন্যই আপনাদের জন্য কিছু টিপস তুলে ধরা হোল।
১। তেলবিহীন ফরমুলা ব্যবহার করুনঃ আপনার ত্বক যে রকমই হোক না কেন, তেলবিহীন ফরমুলার প্রসাধন আপনার ত্বকের জন্য একটি নিরাপদ উপায় যা আপনার ত্বককে প্রয়োজনীয় আদ্রতা বজায় রাখতে সাহায্য করবে অপ্রয়োজনীয় তৈলাক্ততা ছাড়াই। বাড়তি তেল আপনার লোমকূপের গোঁড়ায় জমে স্বাভাবিক কার্যক্রমকে ব্যহত করতে পারে। শুষ্ক ত্বককে আদ্র রাখার সঠিক উপায় হল এমওলিএন্টস (emollients) এবং প্রাকৃতিক আদ্রতাকারক যুক্ত প্রসাধন ব্যবহার করা।
২। সুগন্ধিযুক্ত পণ্য ব্যবহার না করাঃ আপনার ত্বক স্পর্শকাতর না হলেও শীতের শুষ্কতার কারনে কোন কোন সুগন্ধিযুক্ত প্রসাধন আপনার ত্বকে অ্যালার্জি বা স্পর্শকাতরতা সৃষ্টি করতে পারে। আদ্রতার জন্য সুগন্ধিবিহীন প্রাকৃতিক বা অরগানিক পণ্য বেছে নিন। এ ধরনের পণ্য আপনাকে আদ্রতা ধরে রাখার জন্য প্রয়োজনীয় প্রলেপ তৈরি করে ত্বককে স্বাভাবিক ও স্বাস্থ্যকর রাখবে যা কিনা আপনার আদ্রতাকারক ব্যবহার করার একমাত্র লক্ষ্য।
৩। রাতে ও দিনে আলাদা আলাদা ফরমুলার পণ্য ব্যবহার করুনঃ দিনে আপনার দরকার হাল্কা ফরমুলার প্রসাধন আর রাতে দরকার ভারী ফরমুলার পণ্য। দিনে যখন আপনি মেকাপ ব্যবহার করেন তখন হাল্কা ফরমুলার ক্রিম আপনার জন্য উপযোগী আর রাতে আপনি যখন ঘুমান ভারী ফরমুলার ক্রিম আপনার ত্বককে দীর্ঘ সময়ের জন্য সুরক্ষা দেয় এবং স্বাভাবিক ও স্বাস্থ্যকর করে তোলে।